“একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধ : রক্তেভেজা মাটির সাক্ষ্য” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
একাত্তরে বাঙালি জাতিকে চিরতরে পদানত করতে নিষ্ঠুর হত্যালীলায় মেতেছিল পাকবাহিনী। দেশজুড়ে চলেছিল তাদের মারণ-যজ্ঞ, বহু জনপদ হয়েছিল যথেচ্ছ সামরিক আক্রমণের লক্ষ্য, নারী-পুরুষ নির্বিশেষ কত-না সাধারণ মানুষ হয়েছিল নিষ্ঠুর আক্রমণের শিকার। বাংলার মাটি লাল হয়েছিল যে অগণিত শহীদের বুকের রক্তে, তাদের বড় অপরাধ ছিল তারা বাঙালি। প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা, সেই রক্তরেখা ধুয়ে-মুছে গেছে কত আগে, কিন্তু বাংলার মাটি তাে এইসব ঘটনার সাক্ষ্য আজো ধারণ করে আছে বুকে। সেই সাক্ষ্য শােনার জন্য চাই সংবেদনশীল সাধনা, সকলের হয়ে নিষ্ঠুরতার সমুদয় পরিচয় উদঘাটনের যে কাজ করে চলেছেন তাজুল মােহাম্মদ, একাদিক্রমে একাগ্রভাবে পরম নিষ্ঠার সঙ্গে দেশের নানা প্রান্ত তিনি ঘুরে ফিরছেন, সন্ধান করছেন ইতিহাসের তথ্য, সচেষ্ট হয়েছেন রক্তেভেজা মাটির ভাষ্য আহরণে। তারই ফল হিসেবে আমরা পেয়েছি বর্তমান গ্রন্থ, বহু পরিশ্রমে অশেষ যত্নে প্রণীত। কত মানুষের কত অজানা কথা তিনি শুনেছেন এবং শুনিয়ে চলেছেন সবাইকে, বিশেষভাবে নতুন প্রজন্মের সদস্যদের। এই গ্রন্থ তাই মানবতার বিরুদ্ধে অপরাধের সাক্ষ্য, ইতিহাসের দলিল, অমােঘ সত্যের উদ্ভাসন।