দুই বন্ধু হ্যাজিস আর কেন্ট। কেন্ট কার্ডিয়াক সার্জন। হঠাৎ হার্ট অ্যাটাকে হ্যাজিসের অবস্থা সংকটাপন্ন হলে হার্ট ট্রান্সপ্লান্টের দরকার পড়ে। তড়িঘড়ি করে হার্ট ট্রান্সপ্লান্টের আয়ােজন করে ডা, কেন্ট। ইতােমধ্যে সামান্থার প্রেমে আকণ্ঠ নিমজ্জিত হাজিস অপারেশনের আগেই মায়ের নিষেধ সত্ত্বেও বিয়ে করে প্রেমিকা সামান্থাকে। এনেস্থেসিয়াজনিত জটিলতার কারণে অপারেশন টেবিলে ঘটে ভয়ংকর এক বিরল ঘটনা। যার ফলে অজ্ঞান অবস্থাতেই হাজিস জেনে যায় অপারেশন। থিয়েটারে তাকে হত্যার ষড়যন্ত্র। অপারেশন। টেবিলে কৌশলে তাকে মেরেও ফেলা হয়। কিন্তু চূড়ান্তভাবে মৃত ঘােষণার আগেই হ্যাজিসের মা। লিন্ডার আত্মাহুতি বদলে দেয় পুরাে ঘটনার চালচিত্র। বিজ্ঞান এবং পারলৌকিক ঘটনার সাবলীল বুননে নির্মিত এই কাহিনি পাঠককে নিশ্চিত চকিতে চমৎকৃত করবে।