“অশেষ রবীন্দ্রনাথ” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
বহুমাত্রিক এক প্রতিভার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের রচনাসম্ভার বাংলাভাষী জনগােষ্ঠীর চিরকালের সম্পদ। সাহিত্য-সংস্কৃতি-সংগীত-রাজনীতি-শিক্ষা—নানামুখী বিষয় নিয়ে ভেবেছেন তিনি রচনা করেছেন গ্রন্থের পর গ্রন্থ। কেবল সাহিত্যিক হিসেবেই নয়, একজন সমাজ-সংস্কারক, শিক্ষাবিদ এবং প্রগতিশীল রাজনীতিচিন্তক হিসেবেও তাঁর ভূমিকা সুবিদিত। বক্ষ্যমাণ গ্রন্থে রবীন্দ্রগবেষক ডক্টর বিশ্বজিৎ ঘােষ রবীন্দ্রনাথের সাহিত্য-সংস্কৃতি-রাজনীতিভাবনার নানা প্রান্তে আলােকসম্পাতের চেষ্টা করেছেন। সাবলীল, প্রাতিস্বিক এবং অন্তর্লক্ষণে গীতল এক গদ্যে ডক্টর ঘােষ সাজিয়ে তােলেন তাঁর প্রবন্ধের অবয়ব। সংকলিত প্রবন্ধগুচ্ছের শিরােনাম দেখেই সচেতন পাঠক অনুধাবন করতে পারবেন বর্তমান গ্রন্থের মৌল চারিত্র্য। এ গ্রন্থ কৌতূহলী পাঠক এবং শিক্ষার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা সঞ্চার করবে বলে আমাদের বিশ্বাস। ধারণা করি, রবীন্দ্র-সৃষ্টিশীলতার নানা প্রান্ত বুঝতে এ বই পাঠকের কাছে বিস্তার করবে সহযােগের হাত।