একটা পালক উড়ে এলো।সহসা।ঘূর্ণি। এখন একপক্ষ বলবে-পাখিহত্যা চলছে অন্যপক্ষ বলবে,এটা উচ্ছ্বল কামকেলির ফসল ভেতরের সবুজ খসে খসে পড়ছে প্রতিনিয়ত একটা চন্দ্রবিন্দু ঝোলনো গাছসহ এই বনস্থালীই আমার রক্ত-মাংস-কালি সাহস-আঁতাত,প্রকাশ-উহ্য এইসব কবিতা-অম্বল।হে লালপীড়িত…