“প্রতীক্ষার রং জ্বলে যায়” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নেপালের পােখরার রাতের আকাশে মাঝে মাঝে পূর্ণ চাঁদটা ঢেকে ফেলে ঘনকালাে মেঘ। হােটেলের রুমে নেশায় বুদ হয়ে এলিস অরােল তাবােল বকতে শুরু করে। নীরুর খারাপ লাগেনা। এলিসের কথায় মাঝে মাঝে হেসে উঠে নীরু। হেসে উঠলেই ক্ষেপে যায় এলিস। কলার চেপে ধরে। অনেকটা কাছাকাছি চলে আসে। এলিসের শরীরের কড়া পারফিউমের গন্ধে নীররু দম বন্ধ হয়ে আসে। হার্টবিট বাড়তে থাকে। দুর্বল মুহুর্ত ভেবে নীরু সুযােগটা কাজে লাগাতে চায়।