পৃথিবীর বুকে ক্রমেই বেড়ে চলছে অপদেবতাদের আনাগোনা। যদি একটাও ধরা পড়ে আদমজাতের হাতে, তাহলে দ্য পিপলের সব গোপনীয়তার দফা-রফা হয়ে যাবে! নিজেদেরকে রক্ষা করতে হলে জটিল সব সমীকরণের সমাধান করতে হবে তাদের, বের করতে হবে-পরবর্তী অপদেবতার দেখা দেবার স্থান। সমস্যা একটাই…খোদ ফোয়েলিও বুঝতে পারছে না সেই সমীকরণের আগা-মাতা। তবে কে পারবে, সেটা জানে… …আর্টেমিস ফাউল!
সিসিলির এক থেয়েটারে উদয় হলে বিভ্রান্ত এক অপদেবতা। আর্টেমিস তখন তার অপেক্ষাই করছে, তবে একা আসেনি ও। আরও একজন জেনে ফেলেছে ফেয়ারিদের অস্তিত্বের কথা…সেই মেয়েটির বয়স? মাত্র বারো বছর! মন্দ পথ ছেড়ে দেয়া আর্টেমিসকে আরেকবার পা রাখতে হবে সেই রাস্তায়! নইলে রক্ষা পাবে না বন্ধুদের কেউ! হারাতে হবে সেই মেয়েকে…
…সেই সঙ্গে ক্ষমতার লোভে অন্ধ অপদেবতা-নেতাকেও। নইলে পুরো পৃথিবীকেই তুলে দিতে হবে তার হতে!
সময়কে হার মানাবার দৌড় হলো শুরু!