এখানে শিরদাঁড়া মেরামত করা হয় গল্পগ্রন্থে আছে ভিন্নধর্মী এগারোটি গল্প। বিষয়ের ক্ষেত্রে ভিন্নতা আছে প্রতিটি গল্পেই। হারিয়ে যাওয়া হরবোলা সম্প্রদায় থেকে সোয়া দুই ফুটি সার্কাসের সঙ, দুনীর্তিবাজ রাজনৈতিক নেতা সবই এসেছে গল্পের খাতিরে। রাজনৈতিক হত্যাকান্ড নিয়ে একজন মায়ের আপন সন্তানের খুনির মা হয়ে ওঠার গল্প ‘একটি রাজনৈতিক হত্যাকান্ড’। ছাপোষা শিরদাড়াহীন একজন কেরানির মেরুদন্ডীর অধিকারী হয়ে ওঠার গল্প ‘এখানে শিরদাঁড়া মেরামত করা হয়।’ দেয়ালে পিঠ ঠেকে গেলে সাধারণ মানুষের আর যখন কোন প্রতিবাদের ভাষা থাকে না, মৌনব্রতই প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, সেই নিঃশব্দ প্রতিবাদের গল্প ‘নিঃশব্দ ইশতেহার’। উঁচুতলার অভিজাত একজন পতিতার আত্মউপলদ্ধির গল্প ‘মাংসের দোকান’। একজন ঊনমানুষ বামনের মানুষ হয়ে ওঠার গল্প ‘সোয়া দুই ফুট।’ এছাড়াও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে রচিত গল্প ‘রিপোর্টিংয়ের একদিন, আত্মপ্রকৃতি, বাণ, সাপলুডু, এই শহরের হরবোলা’। গল্পকারের এ যাবৎকালের বাছাই করা গল্প স্থান পেয়েছে এই গল্পগ্রন্থটিতে।
পাঠক, বসুন তবে এই ঘোর লাগা গল্পগুলোর পাশে। গ্রন্থ প্রকাশের আগে এই পান্ডুলিপি ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০১৯’- ভ‚ষিত হয়েছে।এখানে শিরদাঁড়া মেরামত করা হয় গল্পগ্রন্থে আছে ভিন্নধর্মী এগারোটি গল্প। বিষয়ের ক্ষেত্রে ভিন্নতা আছে প্রতিটি গল্পেই। হারিয়ে যাওয়া হরবোলা সম্প্রদায় থেকে সোয়া দুই ফুটি সার্কাসের সঙ, দুনীর্তিবাজ রাজনৈতিক নেতা সবই এসেছে গল্পের খাতিরে। রাজনৈতিক হত্যাকান্ড নিয়ে একজন মায়ের আপন সন্তানের খুনির মা হয়ে ওঠার গল্প ‘একটি রাজনৈতিক হত্যাকান্ড’। ছাপোষা শিরদাড়াহীন একজন কেরানির মেরুদন্ডীর অধিকারী হয়ে ওঠার গল্প ‘এখানে শিরদাঁড়া মেরামত করা হয়।’ দেয়ালে পিঠ ঠেকে গেলে সাধারণ মানুষের আর যখন কোন প্রতিবাদের ভাষা থাকে না, মৌনব্রতই প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, সেই নিঃশব্দ প্রতিবাদের গল্প ‘নিঃশব্দ ইশতেহার’। উঁচুতলার অভিজাত একজন পতিতার আত্মউপলদ্ধির গল্প ‘মাংসের দোকান’। একজন ঊনমানুষ বামনের মানুষ হয়ে ওঠার গল্প ‘সোয়া দুই ফুট।’ এছাড়াও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে রচিত গল্প ‘রিপোর্টিংয়ের একদিন, আত্মপ্রকৃতি, বাণ, সাপলুডু, এই শহরের হরবোলা’। গল্পকারের এ যাবৎকালের বাছাই করা গল্প স্থান পেয়েছে এই গল্পগ্রন্থটিতে।
পাঠক, বসুন তবে এই ঘোর লাগা গল্পগুলোর পাশে। গ্রন্থ প্রকাশের আগে এই পান্ডুলিপি ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০১৯’- ভূষিত হয়েছে।