“শহীদ মেজবাহ উদ্দিন নৌফেল” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
লাখাে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা। এই লালে কোথাও মিশে আছে এক তরুনের রক্ত-শহীদ মেজবাহ উদ্দিন আহমেদ নৌফেলের রক্ত।
শহীদের মা, তৎকালীণ ফরিদপুর আওয়ামী লীগের নেতৃস্থানীয় এবং সক্রিয় কর্মী ও লেখিকা বেগম ফাতেমা বারী, মুক্তিযুদ্ধকালীণ ফরিদপুর সদরের ঘটনাবলী এবং তার শাহাদত বরণকারী ছেলের স্মৃতিধারণ করে রাখার জন্য একটি বই লিখে রেখে গেছেন। বইটি প্রকাশিত হয় ০১ মার্চ ১৯৮৩ ইং সালে।
বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের পর ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযােদ্ধাদের স্মৃতি মলিন হয়ে আসছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্থান পূর্নবাসনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে ফরিদপুরে মুক্তিযুদ্ধের একখন্ড ইতিহাস এবং দেশের জন্য আত্মত্যাগের একটি উদাহরণ হিসাবে বইটি তথ্য ভিত্তিক করে পরিমার্জিত সংস্করণ প্রকাশ করা হলাে।