‘সেই দিন সেই সময়’র প্রধান চরিত্র নীকিতা, নীকিতার সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা। নীকিতার বাবা ছিলেন একজন বিদেশি নাগরিক, যার প্রধান কাজ ছিল পােকা-মাকড় নিয়ে গবেষণা করা। সায়েম যে নীকিতার চোখের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, ভালােবাসি কথাটা বলার সাহস সঞ্চয় করতে পারে না। এই গল্পের আরেকটি চরিত্র আমজাদ সাহেব, যিনি জমিদারি প্রথা অনুসরণ করে নিজ দখলে রাজ্য বিস্তার করতে চান। উপন্যাসটি ভিত্তি স্থাপন করে আছে, একান্নবর্তী পরিবার নিয়ে, ভিন্ন ধর্মের প্রতি ভালােবাসা প্রদর্শন করে।