“তোমাদের জন্য আমার নবী এর জীবনে রয়েছে উত্তম আদর্শ”। একবিংশ শতাব্দীতে এসে মুসলমানদের জন্য সর্বোত্তম চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে সত্যিকারের মুসলিম হিসেবে উপস্থাপন করা। একজন প্র্যাকট্রিসিং মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একজন মুসলিম তখনই স্বার্থক, যখন সে তার জীবন ব্যবস্থাকে ইসলামের পক্ষে বিজ্ঞাপন হিসেবে দাঁড় করাতে পারবে। আর এই চারিত্রিক চ্যালেঞ্জের সর্বোচ্চ স্বার্থকতা আসবে তখন, যখন একজন মুসলিমের চরিত্রে নবিজীর প্রতিদিনের রুটিন প্রতিফলন করতে পারবে। আহমেদ ভন ডেনফার বইটিতে এমনভাবে নবিজির ডেইলি লাইফ এঁকেছেন যেন নবিজির জীবন ব্যবস্থা আপনার কাছে পুরোপুরি দৃশ্যমান।আশা করা যায় এই বইটি আপনাকে নবিজির জীবন ব্যবস্থা রপ্ত করতে যথেষ্ট সহায়ক হবে। সিদ্দিক স্বপন একজন তরণ লেখক। ১৪ এপ্রিল ১৯৯৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট পড়াশুনা করছেন। অন্ধকার থেকে সদ্য আলোর সন্ধান পাওয়া সিদ্দিক স্বপন বুঝতে চেষ্টা করছেন জীবনকে। তার কাজ করার আগ্রহ অন্ধকারাচ্ছন্ন, দিশাহীন, তঁপড়াতে থাকা আত্মাগুলোকে নিয়ে। তার লেখনীর প্রশংসা এই জন্যেই করা লাগে যে, অতি মনোমুগ্ধতায় এই বইটির প্রতিটি হাদীস অনুবাদ করেছে সহজ সাবলীল ভাষায় যা আপনাদের সামনে নবিজির ডেইলি লাইফ দৃশ্যমানে যথার্থ ভূমিকা রাখবে।