উপন্যাসটি একটি সত্য ঘটনার বিস্তার। আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি দুঃসহ ঘটনা। মানুষের জীবনের সূচনা, বিস্তার ও পরিণতি প্রকৃতির মতাে বৈচিত্র্যময়। ভবিষ্যতের সুখের জন্য মানুষ কত কিছু করে- কত জনকে কতভাবে বঞ্চিত করে, অপদস্থ করে তার সীমাপরিসীমা নেই। কিন্তু ভবিষ্যৎ কি প্রত্যাশিত ও পরিকল্পিত বাগানের মতাে কুসুমিত হয়? মােটেও না। মানুষ যা ভাবে সময় ও জীবনের ক্ষেত্রে বাস্তবে তা ঘটে, বরং বেশিরভাগ ক্ষেত্রে উলটোটাই ঘটে। তাই অধিকাংশ মানুষকে শেষ জীবনে করুণ পরিণতি মেনে নিতে হয়। যদিও সবাই ভাবে নিজেকে এমন করুণ পরিস্থিতিতে পড়তে হবে না, কিন্তু পড়তে হয়। কেন পড়তে হয় এবং কীভাবে পড়তে হয়। তাই এ উপন্যাসের বিষয়বস্তু। উপন্যাসটি মূলত মানুষের শেষ জীবনের করুণ কিন্তু অনিবার্য ও চিরন্তন বাস্তবতার এক নিষ্ঠুর ইশতাহার।