যদি প্রশ্ন করেন, এটি সত্য ঘটনা কি না? আমার উত্তর, মিথ্যা ঘটনা দিয়ে ইতিহাস রচিত হতে পারে, কিন্তু উপন্যাস রচিত হতে পারে না। আপনি বলতে পারেন, উপন্যাসের ঘটনাগুলাে ঘটেছে কি না? ঘটনা না ঘটা আর মিথ্যা ঘটনা এক জিনিস নয়। এজন্য উপন্যাসে লেখককে পাওয়া যায়। উপন্যাসের চরিত্র লেখকের ভিতর থেকে উৎসারিত কল্পনা দিয়ে ইতিহাস লেখা যায়, উপন্যাস নয়। উপন্যাস লিখতে হলে কল্পনাকে বাস্তবতায় ঢেকে উপস্থাপন করতে হয়। ইতিহাসে ভুল থাকতে পারে, ইতিহাস নিয়ে বিতর্ক হয়। একই ঘটনার ইতিহাস একজনের কাছে এক এক রকম প্রতিভাত হয়। তাই ঘটনা সত্য না মিথ্যা সে প্রশ্নে না । গিয়ে উপন্যাসটি পড়ে শেষ করুন। আপনিই বুঝতে পারবেন ঘটনাটি কত সত্য, কত মিথ্যা; কত বাস্তব এবং কত অবিশ্বাস্য কল্পনা।