প্রচ্ছদের অংশ
প্রায় উত্তর মেরুর কাছাকাছি সুদূর নােভায়া। জেমলায়া দ্বীপে যায় বাংলাদেশের ছেলে বকুল। উপলক্ষ্য : ওই চির-তুষারাবৃত দ্বীপে জীববিজ্ঞান বিষয়ে গবেষণা চালানাে। সে আর তার গবেষণা সঙ্গীরা একদিন হঠাৎ করেই খুঁজে পায় লক্ষ লক্ষ বছর আগেকার একটা টাইরানােসরের জীবন্ত ডিম।
দলের সবার নিষেধ উপেক্ষা করে অধ্যাপক উরিনভ সেই ডিম ফুটিয়ে বাড়বাড়ন্ত করে তােলেন টাইরানােসরকে।
তারপর?
তারপর দুনিয়া কাঁপানাে মহা হুলুস্থুল কাণ্ডকারখানা, শ্বাসরুদ্ধকর ঘটনার ঘনঘটা। জনপ্রিয় কথাসাহিত্যিক বিপ্রদাশ বডয়ার নােভায়া জেলায়ার বিভীষিকা’ অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য এক নিঃশ্বাসে শেষ করার মতাে বই।