“কুরআন বোঝার মূলনীতি” বইয়ের কথা:
বিংশ শতাব্দীটি তথ্য-প্রযুক্তির উন্নতির দিক থেকে পৃথিবীর ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তি পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে যেমন এর প্রভাব রয়েছে, ধর্মীয় জীবনও বাদ পড়েনি এর বলয় থেকে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জ্ঞান যত সহজলভ্য হচ্ছে, সত্যিকার জ্ঞানীদের সংখ্যাও যেন তার সাথে পাল্লা দিয়ে কমছে। দু’ চার পৃষ্ঠার আর্টিকেলেই আমাদের জ্ঞানের মশক উপচে পড়ে চারদিক প্লাবিত করে।
কিন্তু বাস্তবতা হলো—ইসলামী জ্ঞান কোনো গ্যাস বেলুনের মতো নয় যে, মুহূর্তের মধ্যে তা উড়তে শুরু করবে, আবার সামান্য কিছুর আঘাতে মুহূর্তেই চুপসে যাবে। দীর্ঘ দিনের ব্যবধানে একটু একটু করে ঝিনুকের মধ্যে যেমন মুক্তা তৈরি হয়, কালের ব্যবধানের তা ভারী, সৌন্দর্যমণ্ডিত ও মূল্যবান হয়। ইসলামী জ্ঞানও তেমনি একজন মানুষকে মূল্যবান রত্নে পরিণত করে—তবে কেবল তাদেরই যাদের এটা অর্জনের জন্য প্রয়োজনীয় আত্মমর্যাদাবোধ, অধ্যবসায় ও সদিচ্ছা আছে।
ইতিহাসকে যদি কথা বলার ভাষা দেওয়া হতো তাহলে সে কী শব্দে আমাদের তিরস্কার করতো জানি না। কারণ, যখন একটি হাদিস সংগ্রহ করতে অনেক ক্ষেত্রে মাইলের পর মাইল সফর করতে হতো, তাও এরোপ্লেনে নয়, গাধা-খচ্চরে চড়ে—তখন ইমাম আহমাদ তার মুসনাদে কম-বেশ ত্রিশ হাজার হাদিস সংগ্রহ করেছেন। ইমাম বুখারী সাত হাজার পাঁচশত হাদীস সংকলন করেছেন শুধু সহীহ বুখারীতে। প্রতিটি হাদীস লিপিবদ্ধ করার পূর্বে তিনি দু’ রাকা’আত সালাহও আদায় করেছেন। পাখির পালক কালিতে চুবিয়ে লেখার যুগে আমাদের পূর্বসূরীদের করা রচনাগুলো আমাদের অনেকে এক জীবনে হয়তো পড়েও শেষ করতে পারব না।
বিক্ষিপ্ত দু’চারখানা বই, গোটা কয়েক প্রবন্ধ, আর কিছু ইউটিউব লেকচার শুনে যে প্রজন্ম চারদিক দাবড়ে বেড়াচ্ছে তাদেরকে বলবো: দেখুন, ইসলাম একটি জীবনব্যবস্থা, একটি শাসনব্যবস্থা, একটি সমাজব্যবস্থা—মানুষের বানানো নয়, বিশ্বজাহানের মালিকের দেওয়া।
ইসলাম সম্পর্কে যদি আপনি সত্যিই জ্ঞান অর্জন করতে চান তাহলে দয়া করে ভুলে যাবেন না—এর বিভিন্ন স্তর রয়েছে এবং প্রতিটি বিষয়েরই কিছু মূলনীতি রয়েছে, রয়েছে শাখা-প্রশাখা। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন হলো এ পথের প্রথম পদক্ষেপ। আর যদি আপনি একজন সাধারণ মানুষও হন তবুও এ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আপনার থাকা একান্ত প্রয়োজন, বিশেষ করে এই ফিতনার যুগে; যখন ইসলাম থেকে মুসলিমদেরকে দূরে সরানোর জন্য ইসলামকে বিকৃত করাকেই শত্রুরা সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে বেছে নিয়েছে, সরাসরি বিরুদ্ধাচরণ ও যুদ্ধে লিপ্ত হওয়ার চেয়ে।
এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি একখানা প্রাথমিক শাস্ত্রীয় গ্রন্থ—‘ কুরআন বোঝার মূলনীতি ’।
ড. বিলাল ফিলিপসের এ ছোট্ট গ্রন্থটিকে দীনের ওপর চলতে আগ্রহীদের জন্য ‘গণমানুষের শাস্ত্রীয় গ্রন্থ’ বলা যেতে পারে। কুরআন বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলো তিনি এ গ্রন্থে তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত পরিসরে।
“হাদীস বোঝার মূলনীতি” বইয়ের কথা:
কুরআন-সুন্নাহ একটি অপরটির পরিপূরক। কুরআনে বর্ণিত বিধি-নিষেধগুলোর ফলিত রূপ আমরা জানতে পারি কেবল সুন্নাহ তথা হাদীস থেকে। আপনি যদি নিজের জীবনকে আল্লাহর পছন্দনীয় শৈলীতে সাজাতে চান, তবে কুরআনের পাশাপাশি হাদীস সম্পর্কের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
শুদ্ধ জ্ঞান যেমন মানুষকে সঠিক পথ দেখায় তেমনি ভুল জ্ঞান কেবল বিপথগামিতাকেই তরান্বিত করে। তাই আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের জ্ঞান লাভ করতে পারিনি, তারা যখন বাজার থেকে হাদীসের অনুবাদ কিনে পাঠ শুরু করি তখন বেশ গোলমেলে এক অবস্থার সৃষ্টি হয়। হাদীস পাঠ করে নিজের আমল-আখলাক সংশোধনের চেয়ে অন্যের প্রতি আঙুল তুলতে অধিক ব্যস্ত হয়ে পড়ি। জ্ঞানার্জনের মূল উদ্দেশ্যই তখন মাঠে মারা যায়।
হাদীসের অনুবাদ পড়ে তার মর্মার্থ বুঝতে হলে প্রথমে আমাদেরকে হাদোস বোঝার মূলনীতিগুলো সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান রাখতে হবে। অন্যথায় সে মূলনীতিহীন জ্ঞান আমাদেরকে ভুল পথে ঠেলে দিতে পারে। এ বইটি আমাদেরকে সেই জ্ঞান অর্জনের চমৎকারভাবে সাহায্য করবে ইনশা’আল্লাহ।