রমাযানুল মুবারক হলো কুরআনের মাস । এটি হলো বর্জন আর অর্জনের সমন্বিত ফলাফল নির্ণয়কারী । যে দিনে খানা-পিনা আর যৌনতার পাশাপাশি মিথ্যা,অহেতুক কাজ-কর্ম,গীবত,পরনিন্দা বর্জন করবে সে অর্জন করবে নেকির রত্ন ভান্ডার । রমাযান হলো সৌহার্দ আর ভাতৃত্বের মাস । এ মাস নিয়ে আসে রহমত,মাগফিরাতও নাজাত (দয়া,ক্ষমাও মুক্তি ) এর পয়গাম । এ মাস ধনীকে বোঝাতে পারে অভুক্ত থাকার জ্বালা । এ মাস অল্পকে বেশিতে রূপান্তার করার মাস । এ মাসে বর্ষিত হয় আল্লাহর অশেষ করুনা,এ মাসের মাধ্যমে বান্দাহ অর্জন করতে পারে আল্লাহর ভালোবাসা,হতে পারে তার প্রিয় পাত্র।