ইসলামি শরিআহর বিধিবিধান সুষ্ঠুভাবে অনুধাবন করার জন্য ইসলামি আইন শাস্ত্রের মূলনীতি ব্যাখ্যার পদ্ধতি জানা অতীব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শাহ্ আবদুল হান্নানের ইংরেজিতে রচিত Usul al-Fiqh: Principles of Islamic Jurisprudence গ্রন্থটি এ দেশে প্রকাশিত একটি ছোট অথচ মৌলিক রেফারেন্স বই।
ইসলামি চিন্তক শাহ্ আবদুল হান্নান ত্রিশ বছরেরও অধিক সময় ধরে উসূল আল-ফিকহর ওপর পড়াশুনা ও গবেষণা করেছেন। তিনি এ সংক্রান্ত বেশ কয়েকটি ক্ল্যাসিক ও আধুনিক বই এবং শীর্ষস্থানীয় স্কলারদের লেখা পর্যালোচনা করেছেন এবং সেগুলোর ভিত্তিতে শিক্ষিত সমাজের জন্য ইংরেজি বইটি রচনা করেছিলেন- যা পাঠকমহলে খুবই সমাদৃত হয়েছে।
বইটি বিশেষভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কুরআন, সুন্নাহ ও ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এবং সাধারণভাবে বাংলাভাষী মুসলিমদের জন্য একটি সুখপাঠ্য হিসেবে বিবেচিত হচ্ছে।