জীবনানন্দ দাশের সব জনপ্রিয় আর আলোচিত কবিতা এক মলাটে। মোট কবিতার সংখ্যা ৬৬টি। প্রশ্ন করতেই পারেন জীবনানন্দ দাশের সমগ্র কিনলেই তো হয়। আলাদা করে এই সংকলনটি কেনার কী মানে? বইটি যারা স্বচক্ষে দেখেছেন তাঁরা এর উত্তরটি হয়তো পেয়ে গেছেন। এখন পর্যন্ত জীবনানন্দ দাশের কবিতার সবচেয়ে নান্দনিক উপস্থাপন হলো এই বইটি। বইটির প্রচ্ছদ, ছাপা, বাঁধাই এক কথায় অসাধারণ। এছাড়া বইটিতে কবিতার সাথে মিল রেখে অনেকগুলো স্কেচিং ব্যবহার করা হয়েছে যার প্রতিটিই পাঠকদের ভালো লাগার মতো। প্রিয়জনকে কবিতার বই উপহার দিতে চাইলে এই বইটি নি:সন্দেহে পছন্দের তালিকায় সেরা অবস্থানে রাখা যেতে পারে।