“আপনার অবচেতন মনের শক্তি” কেন বইটি পড়বেন?
ব্যক্তি জীবনকে চমৎকার ও সফল করার এক অসাধারণ পুস্তক ‘দ্য পাওয়ার অব ইয়াের সাবৃ-কনশাস মাইন্ড’ অর্থাৎ আপনার অবচেতন মনের অদ্ভুত শক্তি’। বিশেষ করে যারা জীবনে সফল ও সুখী হতে চান। আমি তাদের এই পুস্তক পড়ার জন্য এবং এতে জানানাে টেকনিকগুলাে প্রয়ােগ করার অনুরােধ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে, এমনটা করলে আপনারা সেই চমক্কারী শক্তির ব্যাপারে জানতে পারবেন- যেটা আপনাদের সকল ভয়, দ্বিধা, দুঃখ, উদাসীনতা আর ব্যর্থতার কুচক্র থেকে বাইরে বেরিয়ে আসতে সহায়তা করবে এবং সুখ ও সমৃদ্ধি অর্জনের পথ দেখাবে। আপনাদের অবচেতন মনের এই চমৎকারী শক্তি আপনাদের প্রতিটি রােগ ঠিক করতে পারে। এই জিনিসটা আপনাদের পুনরায় সুস্থ, উৎসাহী এবং শক্তিশালী বানাতে পারে। আমি বিশ্বের অনেক ব্যক্তির জীবন চমৎকার হতে দেখেছি। আপনাদের সাথেও অমন চমৎকার হতে পারে! সুতরাং আপনারা নিজেদের অবচেতন মনের চমৎকারী শক্তির প্রয়ােগ করতে শুরু করে দিন। এই পুস্তক এজন্য লেখা হয়েছে যাতে আপনারা নিজেদের অবচেতন মনের শক্তি দ্বারা নিজেদের ভাগ্য নিজের হাতে বানাতে পারেন। মানুষ নিজের অবচেতন মনে যেমনটা চিন্তাভাবনা করে, সে ঠিক তেমনটাই হয়ে ওঠে। একজন মানুষ নিজের কাজ বা পেশায় জিনিয়াস কেন হন, আর অন্যজন সারাটা জীবন মেহনত করার পরও কেনাে কোন কিছু প্রাপ্ত করতে পারেন না? অবশ্যই এর একটা উত্তর আছে। একজন মানুষ কঠিন রােগের থেকে মুক্তি পেয়ে যান, ঠিক অন্যজন কেন সুস্থ হতে পারেন না? এরও একটা উত্তর আছে। আপনাদের চেতন আর অবচেতন মনে এইসব প্রশ্নের কি উত্তর পাওয়া যেতে পারে? নিশ্চিত রূপে পাওয়া যেতে পারে; কিন্তু বইটি আপনাকে ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে পড়তে হবে। আমি এই পুস্তকে মানব-মস্তিষ্কের মূলভূত সত্যতাকে সরলতম ভাষায় বােঝানাের চেষ্টা করেছি। আমি এমনটা মনে করি যে, আপনাদের অবচেতন মনের এই চমকারী শক্তি আপনাদের প্রতিটি রােগ ঠিক করতে পারে। আপনাদের পুনরায় সুস্থ, উৎসাহী এবং শক্তিশালী বানাতে পারে। আপনারা যখন নিজেদের আভ্যন্তরীণ শক্তির প্রয়ােগ করতে শিখে যাবেন তখন আপনারা ভয়ের বন্দিদশা থেকে মুক্ত হয়ে উঠবেন এবং আপনারা তখন এমন এক আনন্দদায়ী জীবনের স্বাদ অনুভব করবেন- যেটাকে পল্ ঈশ্বরের সন্তানদের আনন্দদায়ক শক্তি বলেছেন। এই বই সত্যিই আপনার ভেতরের শক্তিকে সচেতন করে সুখী ও সমৃদ্ধিশীল জীবন লাভে একান্ত সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম।
ডা. জোসেফ মর্ফী