“কীভাবে জীবনে সফল হওয়া যায়” ভূমিকা?
প্রতিটি মানুষেরই সাফল্যের পেছনে বেশ কিছু গুণাবলি থাকা চাই। কিন্তু ক’জনই বা জানে যে, সাফল্য লাভের জন্য তার কি কি গুণাবলির প্রয়ােজন। কোন্ পন্থা অবলম্বন করলে সে দ্রুত সফল হতে পারবে। এমন পন্থা কি সত্যিই আছে? না থাকলে জগতের অন্যসব মানুষগুলাে কীভাবে সহজ উপায়ে সফলতা লাভ করছেন। নিশ্চয়ই সফলতার সহজ উপায় আছে। আপনারও সে উপায়ের সন্ধান। করা আবশ্যক। আপনিও পারেন জীবনকে পাল্টে দিতে। নিশ্চয়ই পারেন। তার প্রথম প্রমাণ হল এই পরিবর্তনের লক্ষ্যেই আপনি বইটি হাতে তুলে নিয়েছেন। এটা সত্যিই আপনাকে আপনার উচ্চ অভীষ্টে পৌঁছাতে সাহায্য করবে। এই মুহূর্ত থেকে আপনার জয়যাত্রা আরম্ভ হল। এ জগতে অনেক মানুষই নিজেদের ব্যর্থতার গ্লানিতে কষ্ট পান। অথচ কী করলে বা হলে তারা নিজেদেরকে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন- সে বিষয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই। কোনাে পরিকল্পনা বা লক্ষ্যই তারা আজও ঠিক করতে পারেননি। তারা নেতিবাচক মনােভাব প্রকাশ করেন এবং নিজেদেরকে অযােগ্য বিবেচনা করেন। এটাই তাদের ব্যর্থতার মূল কারণ। তারা সাফল্যকে ভয় করার প্রধান কারণ হল নিজেকে সাফল্য লাভের যােগ্য পাত্র বলে বিবেচনা না করা। এর ফলে সাফল্য যখন হাতের নাগালে এসে যায়- তখন তারা সামান্য বাধা পেলেই হাল ছেড়ে দেয়। এ বাঁধাগুলােকে গুড়িয়ে দিয়ে লক্ষ্যে পৌঁছানাের মনােভাব না থাকায় তারা জীবনে বার বার ব্যর্থ হতে থাকেন। আপনার সেসব নেতিবাচক মনােভাবকে দূর করতেই এই বইটি পড়ন। অবশ্যই এর একটা ফল পাবেন ইনশাআল্লাহ।
মােস্তাক আহমাদ