বঙ্গবন্ধুকে নিয়ে জানতে হবে। তাহলেই জানা যাবে, আমাদের কেমন পরাধিনতা ছিল এবং কেমন করে স্বাধীনতা অর্জন করলো। বঙ্গবন্ধুকে জানা মানেই জেনে ফেলা, দেশ ও মানুষকে ভালোবাসতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অল্প-কথায় বলে যাওয়া সহজ নয়। তবুও সহজ ভাষায়, খানিকটা গুছিয়ে এই বইতে বলে যাওয়া হয়েছে সেই মহামানবের জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। বড়রা তো বুঝবেই, শিশু-কিশোররাও যেন সহজে বঙ্গবন্ধুকে বুঝতে পারে, সেই চেষ্টা-ই লেখকের একমাত্র কৃর্তিত্ব।