ইমাম বুখারি রহ আয়েশা রাদিআল্লাহু তাআ’লা আনহার সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কে নামাজে এদিক সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন,এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার নামাজ হতে অংশবিশেষ ছিনিয়ে নেয়। সুনানে ইবনে মাজাহ,১৬৩৪
ইমাম আহমাদ আবু দাউদ এবং নাসাঈ আবু যর রাদিআল্লাহু তাআ’লা আনহুর হাদিস টি বর্ণনা করেছেন, নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে বান্দা যতক্ষন পর্যন্ত এদিক সেদিক না তাকায়, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর দৃষ্টি তার দিকে থাকে। পক্ষান্তরে যখন সে এদিক সেদিক তাকায় তখন মহান আল্লাহ তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। (মুসনাদে আহমাদ, ২১৫০৮)