“ইমাম মাহদী রূপকথা নয়, সত্য” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আবু সাঈদ আল-খুদরি (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মাহদী আমার উম্মত থেকেই আবির্ভূত হবে। তিনি কমপক্ষে সাত বছর অন্যথায় নয় বছর দুনিয়াতে অবস্থান করবেন। তাঁর যুগে আমার উম্মত অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে ইতােপূর্বে কখনাে তদ্রুপ হয়নি। পৃথিবী তার সর্ব প্রকার খাদ্যসম্ভার পর্যাপ্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরােধ করে রাখবে না। সম্পদের স্থূপ গড়ে উঠবে। লােকে দাঁড়িয়ে বলবে, হে মাহদী, আমাকে দান করুন। তিনি বলবেন, তােমার যত প্রয়ােজন নিয়ে যাও। (ইবনু মাজাহ: ৩৪১৫, তিরমিযি: ২২৩২, আবু দাউদ: ৪২৮৫)।