কাহিনী সংক্ষেপ :
মরণব্যাধিতে আক্রান্ত সাবিরা। ডাক্তার সময় বেঁধে দিয়েছেন তাকে। আর সর্বোচ্চ একমাস আয়ু আছে তার। এরপরই তাকে চিরতরে ছেড়ে যেতে হবে প্রিয়তম স্বামীকে, একমাত্র সন্তানকে। শিশু সন্তান।
মৃত্যুর সময় ঘনিয়ে আসে সাবিরার। বিছানায় পড়ে কাতরাতে থাকে সে। আর কাতরাতে কাতরাতেই প্রকাশ করে ভয়ংকর এক সত্য। সংসার ভাঙার ভয়ে যে সত্য আগে কোনোদিন প্রকাশ করেনি সে।
এরপর ঘটে অলৌকিক এক ঘটনা। কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসে দাঁড়ায় মৃত্যুশয্যায় শুয়ে সাবিরার প্রকাশ করা সেই ভয়ংকর সত্য। যে সত্য বিষিয়ে তোলে একটা জীবন। যে সত্য একটা জীবনকে বানিয়ে দেয় দুঃসহ কয়েদখানা।
কিন্তু কী সেই সত্য?
কী সেই অলৌকিক ঘটনা?