শরীয়াসম্মত কুরআনের আয়াত দ্বারা ঝাড়-ফুঁক করাকে রুকইয়া বলে।যে আয়াত বা যিকিরসমূহ দ্বারা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হয় তা দ্বারা আরোগ্যের জন্য রোগীকে ঝাড়-ফুঁক করা। “হযরত আয়েশা রা.হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সা. রুকইয়া করতেন,আর এ দুয়া পাঠ করতেন, “اللهم رب الناس اذهب الباس اشفع وانت الشاطئ لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما” ব্যাথা দূর করে দাও হে মানুষের পালনকর্তা, আরোগ্য দানের ক্ষমতা কেবল তোমারই হাতে।এ ব্যাথা তুমি ছাড়া আর কেউ দূর করতে পারবেনা। (বুখারী-৫৭৪৪)