এতে আকাইদ তথা- ঈমান, ইসলাম, ইহসান, তাওহীদ, রিসালাত ও আখিরাত ইবাদত তথা – নামাজ, যাকাত, রোযা, হজ্ব, মুআমালাত তথা-শরঈ লেনদেন মুআশারাত তথা – সামাজিক আচার-আচরণ, আখলাকিয়্যাত তথা-অনুপম চরিত্র এবং অর্জনীয় ও বর্জনীয় বিষয় সংক্রান্ত নির্বাচিত অনবদ্য এক হাজার হাদীস অনুবাদ ও প্রয়োজনীয় ব্যাখ্যাসহ পেশ করা হয়েছে।