একজন অঙ্কন শিল্পী যেমন তার কল্পিত বিষয়বস্তু রংতুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলেন তেমনি একজন কবিও তার ভাবনার বিষয়বস্তু প্রতিভাসিত করেন শব্দ ব্যবহারের মাধ্যমে। সহজ-সরল ছন্দমাত্রা আর অক্ষরবৃত্তের দ্যোতনায় কবিতাগুলোকে শিল্পময় করেন তিনি।বহুমাত্রিক লেখক কবি ও কথাশিল্পী নাহার আককাস কল্পনায় রং আর শব্দ ব্যবহারের উপস্থাপনায় তার লেখাগুলো শিল্পময় ও বাস্তবমুখী করে তুলেছেন আপন নিমগ্মতায়।