বাংলাদেশের ছড়া চর্চা ও ছড়ার উৎকর্ষ সাধনে দীর্ঘকাল ধরে যারা সক্রিয়,ছড়ার ছন্দে,বিষয়বস্তুতে,আঙ্গিকে যারা এনেছেন নানা পরিবর্তন,ছড়া নিয়ে নিয়ত পরীক্ষা-নিরিক্ষারত সেই ছড়াকারদের একজন তপংকর চক্রবর্তী।নিভৃতচারী, নিরহংকার এই ছড়াকারের গত ৫০ বছর যাবৎ লেখা অসংখ্য ছড়ার মধ্য থেকে কিছু ভালো নিয়ে এই সংকলন।এখানে তার নানা ধরনের ভালো ছড়ার মধ্য থেকে অল্পকিছু ছড়া নিয়ে শ্রেষ্ঠ ছড়া গ্রন্থটি প্রকাশ করা হলেও ।এর বাইরেও তার অসংখ্য ভালো ছড়া রয়েছে।মিলের অভিনবত্বে,বিষয় বৈচিত্রে,ছন্দ কুশলতায় এবং সূক্ষ্ণ-ব্যাঙ্গ-বিদ্রুপ-হাস্যরস সৃষ্টিতে তার ছড়াগুলোকে এক কথায় অনবদ্য বলা যায়।কবি অরবিন্দ গুহের মতে তিনি দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার। তার ‘শ্রেষ্ঠ ছড়া’ গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।