“গানের খাতা” বইটির মুখবন্ধ এর লেখাঃ
বুকের ভেতর খামচে ওঠা একটি নাম “সঞ্জীব চৌধুরী”- মানুষটার সাথে আর দেখা হয় না, হবেও না! পরকাল বলে যদি কিছু থাকে তাহলে হয়তাে সেখানেই দেখা হবে আমাদের।
এই সংকলনে যে কয়টি রচনা রয়েছে তার প্রায় একশভাগ-এর সাথেই আমার প্রত্যক্ষ যােগাযােগ- তাই বড় বেশী কষ্ট হয়, আরও বেশী কষ্ট হয় যখন এই গানগুলাে শ্রোতাদের সায় নিজ কণ্ঠে ধারণ করতে হয়। এই অনুভূতি যে কতটা ভয়ানক তা একমাত্র বুঝবেন, যারা আমার মতই একই অভিজ্ঞতার সম্মুখীন।
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এই অসাধারণ মানুষটির সাথে আমার পরিচয়ের সুবাদে জেনেছি মানুষটির অসাধারণ অনন্য কিছু দিক। তার কাছ থেকে শিখেছি তার জীবদ্দশায়, শিখেছি তার মহায়াণে সঞ্জীব চৌধুরীর মৃত্যু নেই, মৃত্যু হবে না-হয়না