আলোচ্য গ্রন্থটি রাসূলুল্লাহ (সা) এর সুবিশাল জীবন চরিতের সামান্যতম অংশ নিয়ে উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ঐতিহাসিক আল্লামা সাইয়েদ সুলাইমান নদভী মুসলিম এডুকেশনাল এসােসিয়েশন অব সাউদান ইন্ডিয়ার আমন্ত্রণক্রমে ১৯২৫ সনে মাদ্রাজের লালী হলে যে ভাষণ প্রদান করেছিলেন তারই অংশ বিশেষ। যা পরবর্তীতে উর্দু সাহিত্যে খুতুবাতে মাদ্রাজ নামে প্রকাশিত হয়। এতে রয়েছে মানব সভ্যতার অগ্রগতিতে দার্শনিক ও ঐতিহাসিক মূল্যবােধ সম্বলিত বিশ্লেষণ যা পাঠক পাঠকালেই এর মর্ম অনুধাবনে সামর্থ হবেন।