শেকসপিয়ারের নাটকের অনেক অনুবাদ হয়েছে, ভাবানুবাদের সংখ্যাও প্রচুর । এখনো এই ধরনের কাজ অব্যাহত। কেউ কেউ তাঁর একটি নাটক অবলম্বনে নাটকও লিখেছেন। কিন্তু তাঁর দুটি নাটক নিয়ে একটি নতুন নাটক লেখা এই প্রথম। এক্ষেত্রে হ্যাম-বেথ পথিকৃতের ভূমিকা পালন করেছে । হ্যাম-বেথ নাটকে লেখক শেকসপিয়ারের দুটি নাটকের প্রধান চরিত্র ব্যবহার করেছেন; কিন্তু প্রায় ক্ষেত্রেই চরিত্রগুলোর ভূমিকা অনেকটা ভিন্ন, ঘটনার সমাবেশও নতুন। তবে শেকসপিয়ারের হ্যামলেট নাটকে যেমন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ এবং ম্যাকবেথ নাটকে ক্ষমতার জন্য হত্যা ও পরিণতিতে মৃত্যু প্রধান বিষয়-হ্যাম-বেথ নাটকও সেই দুটি বিষয়কে কেন্দ্র করে লেখা । তফাত হলো, লেখক দুটি বিষয়কে একই কাহিনীর কাঠামোয় নিয়ে এসেছেন। আরও কিছু পার্থক্য রয়েছে—যা পড়ার সময় বোঝা যাবে ।