“জীবনের রোডম্যাপ” বইটির সম্পর্কে কিছু কথা:
মানুষের ক্ষুদ্র জীবনে কতাে কিছু করার আছে। জন্মের পর থেকেই মানুষ একটা বিস্ময়কর পথে হাঁটতে থাকে। জীবন যেন একটা ঘােরলাগা পথ। কেউকেউ সেই ঘাের থেকেই কিছুতেই বের হতে পারে না। একটা জীবন শেষ হয়ে যায়। তবুও মানুষ নিজেকে চিনে না। অনেক মানুষ নিজে জানেও না যে, তার জীবনে অনেক কিছু করার ছিল, করার আছে। একটা ভালাে কিছু রেখে যাবার দায়ও থাকে না অনেকের মাঝে।
আপনি যাইই করেন না কেন, জীবনে আসলে নিজেকে আবিষ্কার করার মতাে সাফল্য আর কোনােকিছুতে নেই। মানুষ কিভাবে সফল হতে পারে, কিভাবে সামনে যেতে পারে, এসব চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খায়। আমাদের অনেকেরই জীবন নিয়ে কোনাে পরিকল্পনা থাকে না। অনেকের যা থাকে, তা আসলে একটা ইচ্ছা। ইচ্ছা আর পরিকল্পনা এক জিনিস নয়। শুধু ইচ্ছা দিয়ে কোনাে কিছু জয় করা যায় না। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। সেই বড় কাজটি করতে গেলে প্রয়ােজন বড় কিছু। চিন্তার পরিবর্তন দরকার। ইতিবাচক অভ্যাসের দরকার।
মানুষ একদিনে তার জীবনের ধারা বদলে ফেলতে পারে না। হুট করে জয় আনতে পারে না। তাহলে কী সেই পথ, কী সেই মন্ত্র যা জানলে আমরা একটা অলৌকিক ভােরের আশা করতে পারি। নিজে হাসতে পারি, অন্যকেও হাসাতে পারি। আগামীর জন্য দারুণ কিছু রেখে যেতে পারি। আমাদের সমস্যার অন্ত নেই। জীবনে সমস্যা থাকবেই। এর ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে সামনে।
আমাদের জীবন আ বেড অফ রােজেজ না। আমাদের পথে হাজারাে বাধা। আমাদের হাজারাে দায়িত্ব। হাজারাে কাজের ভেতরে আমরা সামনে এগুতে চাই। সাফল্য পেতে চাই। এই বইটির আসল উদ্দেশ্য হলাে জীবনকে সুন্দর করে উপভােগ করা। দৃষ্টিভঙ্গি বদলে এটা মগজের ভেতরে প্রােথিত করা যে আ বিউটিফুল লাইফ ইজ ডিউটিফুল।