কিছুকাল তাই চোখে মাখো,
কিছুকাল আর্তনাদে জাগো।
হয়তো ঘুমিয়ে পড়েনিকো ইসরাত,
হয়তো এখনো জেগে আছে তারাশী,
হয়তো ফারাজ কাল আসবে হঠাৎ,
হয়তো আশায় আছে সব বিদেশী।
এসো ঘন আঁধারের রাতগুলি জাগি,
সকলের হাতে রাখো হাত,
এসো স্নায়ু টান টান রাখি,
এসো তবে অপেক্ষায় থাকি।