“পালামৌ” বইটির ভুমিকা থেকে নেয়াঃ
সঞ্জিবচন্দ্র চট্টপাধ্যায়, পালামৌ ভ্রমণ কাহিনী শুধুমাত্র তাঁর ভ্রমণ নিয়েই লিখছেন তা নয়। তিনি তার ভ্রমণে বিভিন্ন সময় বিভিন্ন জাতি বা তাদের রীতি নীতি নিয়ে কথা বলেছেন। লিখেছেন পশ্চিমারা কিভাবে আমাদের উপর শাসন চালায়। “পালামৌ” ভ্রমণ কাহিনী হলেও এতে ব্যক্তিগত মতামতও প্রদান করেছেন। ভ্রমণ কাহিনীতে ব্যক্তিগত মতামত বেশ বেমানান। এতদসত্বেও “পালামৌ” সামগ্রিক বিচারে বাংলা সাহিত্যের একটি সার্থক ভ্রমণ কাহিনী বলতে পারি।