চার অক্ষরের এই ছোট্ট শব্দটির মাঝে লুকিয়ে আছে আমাদের সারাজীবনে অর্জিত কর্মের ফলাফল। প্রত্যেক জীবের মৃত্যু অনিবার্য। সুতরাং দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। বরং মৃত্যু পরবর্তী জীবনই আমাদের মূল ঠিকানা। সেই ঠিকানার নামই ‘পরকাল’। কিন্তু কীভাবে কাটবে আমাদের পরকাল! সুখে না দুঃখে! তা নির্ভর করে আমাদের ইহকালীন জীবন চরিতের ওপর। জীবনটাকে যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে ঢেলে সাজাতে পারি’ তাহলে পরকাল হবে সুখের। অন্যথায় তা হবে নিশ্চিতই অত্যন্ত দুঃখের… ‘পরকাল’ এর কথা বললেই বেশ কিছু বিষয় মাথায় আসে। যেমনঃ মৃত্যু, কবর, জান্নাত, জাহান্নাম, হাশর, পুলসিরাত, মহাপ্রলয়সহ নানাবিষয়। এ সময়ের প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল হাফি.-এর হৃদয়নিংড়ানো বিভিন্ন বয়ান সংকলনের অনবদ্য গ্রন্থনা-ই ‘পরকাল’। যা আপনার সামনে তুলে ধরবে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সকল বিষয়ের সাবলীল বর্ণনা।