প্রায় একশ বছরের পুরনো এক কূপ। এই কূপে কদিন পরপরই দুর্ঘটনা ঘটে। ছাগল পড়ে যায়। অথচ কূপটার চারপাশে রয়েছে উঁচু বেষ্টনী। এমন বেষ্টনী থাকা সত্ত্বেও ছাগল কেন পড়ে, কীভাবে পড়ে, কেউ জানে না। কেউ জানে না, অন্যকিছু না পড়ে কেন কেবল ছাগলই পড়ে। কূপটা ভরাট করে ফেলতে চায় এলাকাবাসী। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মইনুল গাজীর মা। এলাকাবাসীর চাপের মুখে তিনি প্রকাশ করেন কূপটার পেছনের ইতিহাস। যে ইতিহাস শুনে আতংক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। একরাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন মইনুল গাজীর মা। সবার চোখকে ফাঁকি দিয়ে রাতেই তিনি ছুটে যান কূপটার কাছে। উঁকি দেন ভেতরে। তারপর…