বহুবছরের পুরনো লঞ্চঘাট। যার রয়েছে ভয়ঙ্কর এক ইতিহাস। এই লঞ্চঘাটের পাশেই অবস্থান আবাসিক হোটেল ‘মায়া মঞ্জিল’-এর। হোটেলটা ভুতুড়ে। কারণ, এই হোটেলের বিশেষ একটি রুমে পাওয়া গিয়েছিল মালিকের ছেলের লাশ। তারপর কোনো একরাতে মায়া মঞ্জিলের ছাদ থেকে পড়ে নিহত হন একজন। আরেক রাতে মায়া মঞ্জিলের গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাউকে। যার মুখ ঢাকা অন্ধকারে। আয়নাল সরদার জানান, মায়া মঞ্জিলে নাকি অশুভ আত্মাদের জলসা বসে। কিন্তু কে এই আয়নাল সরদার? মায়া মঞ্জিলে কেন জলসা বসায় অশুভ আত্মারা? আর লঞ্চঘাটের সঙ্গে কী সম্পর্ক এসব আত্মার? অন্ধকার রাতে নাইটগার্ডকে কে ডেকে নিয়ে যায় তালাবদ্ধ মায়া মঞ্জিলে? শেষ পর্যন্ত কী পরিণতি হয় তার?