ভি. এস. নেইপলের ‘অন্ধকার দেশ’ গ্রন্থটি তার লেখা ‘অ্যান এরিয়া অফ ডার্কনেস’ এর বাংলা অনুবাদ। এটা একটি আধা জীবনীমূলক গ্রন্থ। লেখক তার পূর্বপুরষের আবাসস্থল ভারত সফরে আসেন। তিনি প্রায় এক বছর এ দেশে অতিবাহিত করেন। তিনি সমগ্র ভারত ভ্রমণ করেন। তিনি খুব নিকট থেকে এ দেশের ভূ-প্রকৃতি ও এর নৈসর্গিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়াও তিনি এ দেশের জনগণের আর্থ-সামাজিক পরিস্থিতির পুক্সখানুপুক্সখভাবে বিশ্লেষণ করেন। তিনি সমাজের শ্রেণি বৈষম্য ও নি¤œ স্তরের নিখুঁত ও অকৃত্রিমভাবে তুলে ধরেন। অধিকন্তু, তিনি ভারতের বিভিন্ন জাতি ও জনগণের শিকড় সন্ধানে লিপ্ত হন। এ ক্ষেত্রে ইতিহাস সচেতনতার পরিচয় দেন। তিনি এ দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রাচীন নিদর্শন ও সমাধি ক্ষেত্রের ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। লেখক এ গ্রন্থে এসব বিষয় সবিস্তারে বর্ণনা করেন। এ ছাড়া এতে তিনি তার নিজের অনুভূতি ও উপলব্ধি তুলে ধরতে মুহূর্তের জন্য ভুলে যাননি। এ দিক থেকে এই গ্রন্থটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তদুপরি ভি. এস. নেইপল একজন প্রতিভাবান ও প্রজ্ঞাসম্পন্ন এবং শক্তিশালী লেখক। এ গ্রন্থে এসবসহ তার গভীর অন্তর্দৃষ্টি প্রকাশ পেয়েছে। এছাড়া পরিস্থিতি বর্ণনা ও ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে তার দক্ষতা ও নৈপুণ্য বিশেষভাবে লক্ষণীয়।