কথাশিল্পী সেলিনা হোসেনের ভাষায় বলা যায়, “কাঙ্গালিনী সুফিয়া জীবনের সাধনাকে নির্মাণ করেছেন।” এই নির্মাণকে তাঁর জীবন ও গান ভিত্তি দিয়েছে। কাঙ্গালিনীর বৈষ্ণব ও বাউলের যৌথগাথার মধ্য দিয়ে খুঁজে পাওয়া যাবে তিনি যে-স্রষ্টার সন্ধান করেছেন। কাঙ্গালিনী সুফিয়া একই সঙ্গে লোকগানের শিল্পী, সুরকার ও লোকগানের স্রষ্টা। তাঁর পারিবারিক, বাউলশিল্পীজীবন ও লোকগানের স্রষ্টার বিষয়টিকে গুরুত্ব দিয়ে লেখা আমিনুর রহমান সুলতানের কাঙ্গালিনী সুফিয়ার জীবন ও গান।