“আমরা শিল্পী সাহিত্যিক নই হাজার হাজার বছরের গু গোবর টানতে রাজি নই আমরা আমাদের কোনো প্রতিভা নাই প্রতিভাবানদের মতো পারিবারিক তাঁবেদারিতে আমরা অপারগ বাংলা সাহিত্যের অংশ বা পরিশিষ্ট আমরা নই যে কোনো ইতিহাস সম্পর্কে আমাদের অজ্ঞতা সীমাহীন আমরা দুষ্ট নই শিষ্টও নই পুরস্কার দিই না নিই না আসলে আমরা কিছুই চাই না ধুতি পাঞ্জাবি পরে সভাপতি হবার যোগ্য আমরা কখনও হব না কাউকে প্রভাবিত করা পরিচালিত করার মতো ভ-ামিতে বিশ্বাস করি না অন্যের মুক্তির কথা বলি না অন্যের মুক্তির উপায় আমরা জানি না আমাদের হাতে অমরত্বের নিশান নাই আমাদের শ্লীলতা নাই অশ্লীলতাও নাই আমরা মুখ এবং পোঁদ দুদিক দিয়ে কথা বলি না অভিজ্ঞতা ভিন্ন কোনো সত্য আছে মনে করি না”