শাওনের চোখে ঘুম নেই বার বার শুধু কনকের কথা মনে পড়ছে। কনক আসলে কাকে ভালবাসে? কার প্রেরণায় সে কবিতা লিখছে? শাওন একবার মেঘলার কথা কল্পনা করল। না, কনকের মতো ট্যালেন্ট, স্মার্ট, সুদর্শন ছেলে কখনো মেঘলার মতো সেকেলে মেয়েকে ভালবাসতে পারে না। তবে কি আঁখিকে? আর আমি? আমিই বা কম কিসে? না নিশ্চিন্ত না হয়ে সে আজ সারারাত ঘুমাবে না। প্রথমে কনককে জিজ্ঞেস করবে সে আসলে কাকে ভালবাসে? কিন্তু কনক যদি জিজ্ঞেস করে জেনে তোর লাভ কি? তখন কি বলবে সে? কিংবা যদি বলে আঁখিকে ভালবাসি তবে কি করবে সে? না আর ভাবতে পারছে না শাওন। আবার কনকের সাথে ব্যাপারটা সমাধান না হওয়া পর্যন্ত তার ঘুমও আসছে না। অবশেষে শাওন কনককে মোবাইল করল। কনকের মোবাইল ব্যস্ত। কনক আঁখির সঙ্গে কথা বলছে না তো। শাওন বার বার চেষ্টা করেই চলছে, কনকের মোবাইল ফ্রি হলো সতের মিনিট পর। অপর পাশ থেকে কনকের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো..