ঝড়ের কাকের মতাে বিধ্বস্ত এক নওজোয়ান দৌড়ে এসে সরাসরি ঢুকে পড়লাে শাহজাদী মাখদুমা মােসাম্মাৎ মেহেরুন নেছার বিশেষ আবাসে। ঝড়ের কাকের চেয়েও অধিক করুণ তার চেহারা। কপাল দিয়ে রক্ত ঝরছে। মাথায় ঘামে ভেজা উসকো খুসকো চুল, মুখে খোঁচা-খোচা দাড়ি-গোঁফ। পরণে ছিন্ন-ভিন্ন লেবাস, কাঁধে বাঁশের মতাে মােটা একটা লাঠি আর সে লাঠির আগায় বাঁধা এক বােচকা। সর্বাঙ্গ তার ধুলি ধূসর।