শ্যামল-কমল দুই বন্ধু। একই ক্লাসে পড়ে। কিন্তু তাদের স্কুল ভালো লাগে না। কারণ অঙ্ক স্যার তাদের বেধড়ক পেটায়। এছাড়াও তাদের আরও সমস্যা আছে। সারাক্ষণ পড়ার চাপ, মায়ের বকুনি, খেলাধুলার সময় নেই, জায়গাও নেই ইত্যাদি ইত্যাদি। এসব কারণে তারা স্কুল পালায়। স্কুল পালিয়ে বিভিন্ন জনের কাছে তাদের সমস্যার সমাধান খোঁজে। একদিন তারা দেখা পায় এক জাদুকরের। অবাক জাদুকর। পায়ের পাতা পর্যন্ত কালো আলখাল্লা পরা। মাথায় হ্যাট। হাতে জাদুর কাঠি। জাদুকর শ্যামল-কমলের মনের কথা বলে দেন। জাদুর কাঠির ছোঁয়ায় সমস্যার সমাধান করে দেন। খোলস থেকে বেরিয়ে আসেন আসল অঙ্ক স্যার। স্কুল হয়ে ওঠে তাদের জন্য আনন্দময়।