সারা পৃথিবীর অস্ত্রের ইতিহাস পাল্টে দেওয়ার মতো একটি বন্দুকের ডিজাইন; নাম এম.ডি-২। ঘটনাচক্রে এসে পড়লো মুসা ও বঙ্কিমের হাতে। ওদিকে কারা যেন খুন করেছে রামপুরার ড্রাগ ডিলার কাইয়ূমকে। ডিজাইনটা কেড়ে নেয়ার জন্যে ওত পেতে আছে সবাই! পুলিশ আর মাফিয়ার চোখে ধুলো দিয়ে নক্সা বিক্রির পরিকল্পনা আঁটছে বঙ্কিম। কিন্তু প্রতিপক্ষ আগে থেকেই আন্দাজ করে নিচ্ছে তার সব চাল। এম.ডি-২ যেন এক নিরীহ দর্শন অভিশাপ! কীভাবে নিজেদেরকে এই মৃত্যুদূতের কাছ থেকে মুক্ত করবে মুসা আর বঙ্কিম?