দ্য আর্চার—বই পরিচিতি
কিংবদন্তি তীরন্দাজ টেটসুয়া অনেক আগেই তুলে রেখেছে তার তীর-ধনুক! কিন্তু একদিন তার সন্ধানে আসলো এক বালক; মনে তার অনেক প্রশ্ন। ছেলেটার প্রশ্নের উত্তর দিতে গিয়ে টেটসুয়া ব্যাখ্যা করল তীর-ধনুকের কার্যপ্রণালী, তুলে ধরল জীবনের নির্যাস। শেখাল জীবনের লক্ষ্য ও ছুটন্ত তীরের মতোই এর পিছনে ছুটে চলার মর্মার্থ। পাওলো কোয়েলহোর এই বইটি বলছে, কর্ম আর আত্মার ভিতরে যোগাযোগ ছাড়া কোনো জীবন পূরণ করতে পারে না তার প্রকৃত উদ্দেশ্যকে। আর যে জীবন ব্যর্থতা ও প্রত্যাখ্যানের ভয়ে ভীত, সেই জীবন আসল জীবন নয়। এর পরিবর্তে, মানুষকে নিতে হবে ঝুঁকি, দেখাতে হবে সাহস, আর বরণ করে নিতে হবে নিয়তি-প্রদত্ত অপ্রত্যাশিত অভিযাত্রাকেও। যে প্রজ্ঞা, মহত্ব, সহজবোধ্যতা ও মাধুর্য পাওলো কোয়েলহোকে বানিয়েছে ইন্টারন্যাশনাল বেস্টসেলার লেখক, সেরকম সুনিপুণ দক্ষতাতেই তিনি এই বইয়ে উপহার দিয়েছেন ঐশ্বর্যময় যাপিত জীবনের সুত্র। আধাত্মিক ভাবধারার এই বইটি লেখককে প্রকাশ করেছে অনন্যমাত্রায়, যা তার পাঠকদের দিবে নতুন পথের সন্ধান।