শেখ মুজিবুুর রহমান বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্নের সোনার দেশকে একটা স্বাধীন সার্রভৌম রূপ দিতে উৎসর্গ করেছেন সারাটা জীবন। সমকাল মহাকালে তিনি অমর হয়ে থাকবেন। আমরা ভালোবেসে তাঁকে ডাকি বঙ্গবন্ধু, জাতির পিতা। সব্বার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানকে নিবেদন করা একগুচ্ছ ছড়ার গ্রন্থ। ছড়ায় ছড়ায় আছে সুমহান এই নেতার রাজনীতি, দেশপ্রেম ও সংগ্রামী জীবনের চিত্র।