ইতিহাসের সংজ্ঞা নির্মাণে ঐতিহাসিকদের কম গলদঘর্ম হতে হয়নি। তৈরি হয়েছে ইতিহাস সম্পর্কিত নানা দৃষ্টিভঙ্গিও। কেউ বলেছেন রাজরাজড়াদের কালানুক্রমিক ঘটনাবলির পাঠই কেবল ইতিহাস নয়। কেউ ইতিহাসকে দেখেছেন মানুষের সামাজিক-সাংস্কৃতিক অগ্রগতির পাঠ হিসেবে। কেউ কেউ ইতিহাসের উপাদান হিসেবে অন্ত্যজ-অতিসাধারণ মানুষের কর্মকা-কেই প্রধান হিসেবে গণ্য করেছেন। তবে দৃষ্টিভঙ্গি যেটাই হোক, সাধারণ কি অসাধারণ; মূলত মানুষকে ঘিরেই ইতিহাস। আমরা এই বইয়ে রাজনীতিবিদ, দক্ষ প্রশাসক, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বর্ণাঢ্য জীবনের ক্ষুদ্র অথচ তাৎপর্যময় একটি সময়ের পাঠানুসন্ধান করতে চেয়েছি। পত্রপত্রিকা অবলম্বনে তাঁর মন্ত্রিত্বকালীন পাঁচ বছরের ঘটনাক্রম পাঁচটি খ-ে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই দফায় সেই উদ্যোগের পঞ্চম তথা চূড়ান্ত খ- আপনাদের হাতে তুলে দেওয়া গেল। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর কালপর্বটি বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক তাৎপর্যম-িত অধ্যায়। আইন মন্ত্রণালয় তথা ব্যারিস্টার শফিক আহমেদসূত্রে ২০১৩ সালে বাংলাদেশের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি অনুধাবনে বইটি সহায়ক হবে। উল্লিখিত সময়ে আইনমন্ত্রী হিসেবে ব্যারিস্টার শফিক আহমেদের কার্যক্রম বাংলাদেশের পত্রপত্রিকায় যেভাবে প্রতিফলিত হয়েছে, গুরুত্ব বিচারে সেগুলোর একটি অংশ এখানে তুলে ধরা হলো। পত্রপত্রিকায় প্রকাশিত সংশ্লিষ্ট সংবাদগুলো জড়ো করে সেগুলো থেকে অধিকতর বস্তুনিষ্ঠ ও প্রয়োজনীয় সংবাদসমূহ সন্নিবেশিত হয়েছে। চলমান রাজনৈতিক ইতিহাস বিষয়ে আগ্রহী ব্যক্তি ও গবেষকরা এই বই থেকে কিছুটা হলেও রসদ আহরণে সক্ষম হবেন বলে আমরা মনে করি।