কাঁদতে কাঁদতে হাহা করে হাসলো হেলাল। “ঐযে লাশটা দেখে এসেছেন না মনির সাহেব? ঐ রক্তাত্ব মুখপোড়া লাশটাকে বলে আইন! দ্যাট ব্লাডি ডেড বডি উইথ দ্যাট মেল্টেড ফেইস ইস ল’ অ্যান্ড অর্ডার। বাপের ক্ষমতায় সুইৎজারল্যান্ডে নারী, টাকা আর ক্রিস্টালের ঘোরে প্রাসাদে থাকাকে ল’ অ্যাণ্ড অর্ডার বলে না। শঙ্কিত স্বর্গ বলে ওটাকে। শঙ্কিত স্বর্গ”।