গ্রন্থেটিতে বিভিন্ন দেশের বিপ্লবের কাহিনি লিপিবদ্ধ করা হয়েছে। মনে রাখতে হবে, আমরা হয়ত বিশেষ বিশেষ ঘটনারই শুধু উল্লেখ করেছি। তার অর্থ এই নয়, ওই ঘটনাগুলোই বিপ্লব। ওই ঘটনাগুলো বিপ্লবের একটি বিশেষ রূপ, যার পরিচয় পেলে আমরা বিপ্লব সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারব। ইতিহাসে আমরা সব ঘটনা লিখি না, বলি না, অনেক ঘটনা হয়ত আমরা জানি না, সব ঘটনার তাৎপর্য আমরা ধরতে পারি না। তবে অনেক আলোচনা চিন্তার পর সকলেই মেনে নেন কয়েকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাই ইতিহাসে তার উল্লেখ ঘটে। বিপ্লবের ইতিহাসেও তাই। আর আমাদের এই গ্রন্থে সেসব ঘটনাও বলা হয়েছে অনেক সংক্ষেপে, অনেক বাদ দিয়ে। কারণ আমাদের উদ্দেশ্য, পাঠক যেন বিপ্লব সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে বিশদভাবে বিপ্লবের ইতিহাস পড়ার প্রেরণা পান।