”অঙ্ক স্যার প্লাস একদল দুষ্টু ছেলে” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
অঙ্ক স্যারের উদ্দেশ্যটা কী? কী করতে চান তিনি? কেন তিনি প্রেসক্রিপশান পকেটে নিয়ে ক্লাসে আসেন? তার কি কঠিন কোনাে অসুখ হয়েছে? শিক্ষার্থীদের কাছে সাহায্য চান কেন তিনি? তিনি কি খুব গরিব? প্রতিদিন একই পােশাক পরে স্কুলে আসেন কেন? কেনই বা পরেন বেঢপ সাইজের লাল টুপিটা?… এসব প্রশ্নের জবাব না পেয়ে অঙ্ক স্যারের ওপর বিরক্ত হয় একদল ছাত্র। তাকে তাড়ানাের ফন্দি আঁটে। ভূত সেজে ভয় দেখাতে গিয়ে উল্টো ভূতের মুখােমুখি হয় তারা। তারপর খুলে যায় সব রহস্যের জাল। পােশাক। রহস্য। টুপি রহস্য। অসুখ রহস্য।… আর অতঃপর জমে ওঠে অন্যরকম এক উৎসব