প্রতিটা মৃত্যু জানে পূর্ণ নিঃশ্বাস কতটা দামী?আসলেই কি জানে তা?হয়তো জানে অথবা জানে না,না হয় ভান করে সব জানার,মাথা নাড়ে কলের পুতুলের মতো।তবুও জীবন চলে বহতা নদীর মতো,থেমে যাওয়া মানেই যে মৃত্যু অনিবার্য। এই যে দোলাচলে জীবন চলা বা চালানো হয়তো এটাই জীবন।এমনই দোলাচলে জীবন চলার কাব্যময়তা নিয়ে ডুবে আছি শূণ্যের ভেতর।